সুজন কৈরী : চাঁদা দাবি করে ধানমন্ডি পূজা উদযাপন কমিটির নেতা ও টেকনো মিডিয়া লিমিটেডের যশোদা জীবন দেবনাথকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় শঙ্কিত হয়ে তিনি ধানমন্ডি থানায় জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ধানমন্ডির ৭ নম্বর রোডের ওয়াজা স্কাইটাচ টাওয়ারে বসবাস করেন তিনি। ব্যবসার বাইরেও বিভিন্ন সামাজিক কাজে তিনি জড়িত। ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি, ধানমন্ডি ক্লাবের পরিচালক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। গত ১৭ জুন সকাল ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার সময় দেখতে পান, মোটরসাইকেলে দু’জন লোক তাকে অনুসরণ করছে। ধানমন্ডি থেকে যাওয়ার পর জানা যায়, সেখানে সন্দেহভাজন ওই লোকদের আর দেখা যাচ্ছে না। এর আগে দু’টি মোবাইল ফোন নম্বর থেকে চাঁদা চেয়ে হুমকি-ধামকি দিয়েছে দুর্বৃত্তরা। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সম্প্রতি কালিয়াকৈর থেকে তার কোম্পানির দুই কোটি টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, যা কালিয়াকৈর থানায় তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি নুরে আজম মিয়া জানান, হুমকির ঘটনায় ওই ব্যবসায়ী বুধবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে শনাক্ত করা হয়নি। ব্যবসায়ীর নিরাপত্তার বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে। সম্পাদনা: পরাগ মাঝি