নিজস্ব প্রতিবেদক : ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ। দীর্ঘ ১৫ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে উঠল আরামবাগ। এর আগে তারা ফাইনাল খেলেছিল ২০০১ সালে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় বিজেএমসি। প্রায় মাঝ মাঠ থেকে ফ্রি-কিক করেন বিজেএমসির এলিটা কিংসলে। বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষক মিতুল হাসানকে পরাস্ত করেন ফরোয়ার্ড জাকির হোসাইন জিকু।
৬৪ মিনিটে সমতা আনে আরামবাগ। পেনাল্টি থেকে গোল করেন ফরোয়ার্ড কেস্টার একন। এর কিছুক্ষণ পরই লিড নেয় আরামবাগ। ম্যাচের ৬৯ মিনিটে দুর্দান্ত শটে গোল করেন আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড একন। ম্যাচের ৭৫ মিনিটে বিজেএমসিকে হতাশ করেন দলের নাইজেরিয়ান ডিফেন্ডার স্যামুয়েল অ্যাডামস। পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। তবে, ইনজুরি টাইমে বিজেএমসির জালে বল জড়ান আরামবাগের ফরোয়ার্ড জাফর ইকবাল। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। সম্পাদনা : পরাগ মাঝি