নিজস্ব প্রতিবেদক : হত্যার হুমকি পেয়ে পাল্টা হুমকি দেওয়ার পাশাপাশি পুলিশে অভিযোগ জানিয়েছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। গত বুধবার রাজধানীর আদাবর থানায় তিনি জিডি লিপিবদ্ধ করেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, তাকে কুপিয়ে মারার হুমকি দেওয়া হয়েছে। গত ৩ জুন চারু পিন্টুর ফেইসবুকের ইনবক্সে এ হুমকি দেওয়া হলেও প্রায় ১৮ দিন পর তা তার নজরে আসে। এরপর তিনি থানায় যান। চারু পিন্টু গতকাল বৃহস্পতিবার বলেন, ফেইসবুকের ইনবক্স আমি খুব একটা খুলি না। গতকাল খুলেই এই হুমকি দেখি। ‘ওরে মুক্তমনা তোকে কুপিয়ে মারব, এবার তোর পালা’ ইংরেজি অক্ষরে উর্দু-বাংলায় মিশিয়ে লেখায় এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান এই শিল্পী।
তিনি বলেন, এই হুমকির কোনো কারণ খুঁজে পেলাম না। আমি ব্লগারও না, ধর্ম নিয়ে কোথাও কোনো মন্তব্যও করিনি।
আদাবর থানার ওসি শাহিনুর রহমান জানান, জিডির পর চারু পিন্টুর বাড়িতে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কয়েক হাজার বইয়ের প্রচ্ছদশিল্পী চারু পিন্টু জিডি করলেও এই হুমকিতে ভীত নন বলে তার ফেইসবুক পাতায় লিখেছেন। তিনি লিখেছেন, আমি রেডি আছি, পারলে কোপা আর কোপাতে আসার আগে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসিস। আমরা কলাগাছের মতো না। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে প্যান্ট পরার আগে থেকেই তোদের সাথে লড়াই করে আসছি। সম্পাদনা: পরাগ মাঝি