মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর : রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ইসলাম যেহেতু সর্বাধিক প্রচারিত ও প্রসারিত ধর্ম। এজন্য এ শান্তির ধর্মকে ধ্বংস করার ষড়যন্ত্রে ইহুদিরা কোটি কোটি ডলার ব্যয় করে জঙ্গিবাদের সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, যারা ইসলামী জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, তারা কোরানের অর্থ বোঝেন না। ভুল ব্যাখ্যায় আসক্ত হয়ে বিপদগামী হচ্ছে। তাদেরকে কোরানের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে ওই পথ থেকে ফেরাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, পুলিশ সুপার আব্দুর রাজ্জাকসহ জেলার সদর উপজেলার ৫৫০জন মসজিদের ঈমাম ও হাফেজগণ। সম্পাদনা : রাশিদ রিয়াজ