আন্তর্জাতিক ডেস্ক : রোজার সময় মদ বিক্রির নিয়ম শিথিল করল দুবাই প্রশাসন। রমজানের মাসে, রোজা চলার সময় মদ বিক্রি এতদিন নিষিদ্ধ ছিল দুবাইয়ে। দুবাইয়ের পর্যটন দফতরের উদ্যোগে সেই নিয়ম বদলে গেল । আজকাল
নোটিস জারি হয়েছে, রমজানের সময়েও স্বাভাবিক নিয়মেই মদ বিক্রি করা যাবে। হোটেল, পানশালায় মদ পাবেন পর্যটকরা। তবে প্রশাসনের আবেদন, নিয়ম শিথিল হলেও ধর্মীয় ভাবাবেগকে যেন আঘাত না করা হয়। পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কম করে ১০ লাখ পর্যটক রমজানের সময়ে দুবাইয়ে আসেন। তাদের অসুবিধেয় ফেলতে চাইছে না প্রশাসন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৪ সালে ৬৭২ লাখ লিটার বিয়ার বিক্রি হয়েছে দুবাইয়ে, আর ২০০ লাখ লিটার মদ। আগামী বছরের মধ্যে প্রায় ৯০০ লাখ লিটার বিয়ার বিক্রি হওয়ার কথা। তাতে কর বাবদ সরকারের রোজগারও বাড়বে। দুবাইয়ের পানশালায় পানীয়ের দাম নির্ধারিত হয় ৩০ শতাংশ পৌর কর ধরে। বিদেশে তৈরি মদের ক্ষেত্রে দিতে হয় ৫০ শতাংশ আমদানি কর। কিন্তু রমজানের সময়ে সেই সরকারি আয়ের পরিমাণ অনেকটাই কমে যায়।