নাজনীন পলাশী : আফগানিস্তানের নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত বুধবার এ আশ্বাস দেন। খবর দ্য স্টেটসম্যানের
তিনি আরও বলেন, ‘ভারত পাহাড়ের মত তাদের পাশে দাঁড়াতে চায় এই ব্যাপারটি আমরা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জারার আহমেদ ওসমানির মাধ্যমে আফগানিস্তানের নাগরিকদের জানাতে চাই।’ তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত হেরাত প্রদেশে ভারত-আফগানিস্তান মৈত্রী বাঁধ সফলভাবে নির্মাণের বিষয়টিও স্মরণ করেন।
সুষমা বলেন, এই বাঁধটি নির্মাণ করা খুবই কঠিন এবং প্রতিকূল ছিল। এমনকি বাঁধটি নির্মাণের সময় আফগানিস্তানে ভারতীয় নাগরিকদের উপর হামলাও হয়। যেসব কর্মকর্তা এবং কর্মচারি এই বাঁধ নির্মাণে কাজ করেছেন তিনি তাদের প্রশংসা করেন। এই বাঁধটি স্থানীয় মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে নির্মাণ করা হয়েছে। বাঁধের মাধ্যমে আফগানিস্তানে সেচ কাজ চলবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে।
আফগানিস্তানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণে ২ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ পর্যন্ত ১৬ বার ভারতীয়রা আক্রমণের শিকার হয়েছে এবং ২৪ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ