আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির থার্সটন কাউন্টিতে হওয়া এক গোলাগুলির ঘটনায় ৩ জন মারা গেছেন। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একজনকে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিসি নিউজ জানায়, হত্যাকা- যেখানে সংগঠিত হয়েছে, সেখানে বেশকিছু ড্রাগস পাওয়া গেছে।
থার্সটন কাউন্টির শেরিফের বরাত দিয়ে এবিসি তার প্রতিবেদনে জানায়, হতাহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। এমনকি কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। এটি ড্রাগ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কোনো হত্যাকা- কিনা তাও স্পষ্ট করে বলেনি শেরিফ অফিস। এবিসি নিউজ
শেরিফ অফিস থেকে জানানো হয়, ৯১১ এ ফোন করে একজন। সে জানায়, গুলি লাগার পর আহত অবস্থায় আছে সে। তার অবস্থান সম্পর্কেও স্পষ্ট করে কিছু বলতে পারেনি সেই ব্যক্তি। পরবর্তীতে তার মোবাইলের লোকেশন ট্রাক করে এখানে পৌঁছায় উদ্ধারকারী দল। এ সময় দেখা যায় আরও তিনজন বন্দুকের গুলিকে মারা গেছেন। সম্পাদনা : ্ইমরুল শাহেদ