মামুন খান : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়ে ১১ আগস্ট ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ওই তারিখ ধার্য করেন।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তিনি আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে শারীরিক অসুস্থতা ও মামলাটি স্থগিত চেয়ে এবং তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার বিষয়ে লিভ টু আপিল করায় আত্মপক্ষ সমর্থনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১১ আগস্ট ধার্য করেন।
এদিকে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর আসামিদের পক্ষে দুই জনকে জেরা করেছেন আইনজীবীরা।
গত ১৬ জুন জবানবন্দি দেওয়া প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাব রক্ষক মাজেদুল আলীর জেরা শেষে বিচারক আগামী ১৪ জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রেখেছেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান এবং তারেক রহমানের পক্ষে বোরহান উদ্দিন সাক্ষীদের জেরা করেন। এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম