আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘খতম তালিকা’য় রয়েছে কম করে ২৮৫ জন ভারতীয়র নাম। যাঁদের ‘যেখানে পাবে, সেখানেই নৃশংস ভাবে’ খুন করার ‘ফতোয়া’ জারি করেছে আইএস। ওই তালিকায় থাকা ভারতীয়দের ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে। তালিকায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১৮টি ইউরোপীয় ও ভারতকে নিয়ে কয়েকটি এশীয় দেশের ৪ হাজার ৬৮১ জন নাগরিকের নাম রয়েছে। আনন্দবাজার
ইন্টারপোল জানাচ্ছে, ওই ‘খতম তালিকা’য় যাঁদের নাম রয়েছে, তাদের কেউই কখনও আইএসের বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনে কোনো বিষোদগার করেছেন বা তারা অন্য কোনো জঙ্গি সংগঠনে রয়েছেন, এমন কোনো তথ্যপ্রমাণ মেলেনি। গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার ‘খতম তালিকা’ প্রকাশ করা হল আইএসের তরফে।
আইএস ঘনিষ্ঠ ‘ইউনাইটেড সাইবার ক্যালিফেট’ নামে একটি সংস্থা ওই তালিকা প্রকাশ করেছে বুধবার। আর সেই তালিকাটি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানোও হয়েছে। যাঁদের যাঁদের নাম ওই তালিকায় রয়েছে, তাদের ছবি দেখিয়ে আইএস জঙ্গিদের উদ্দেশে বলা হয়েছে, ‘ওদের যেখানে যে অবস্থায় পাও, খুন কর। নৃশংসভাবে খুন কর। আর সে কাজে দেরি করো না।’
আরও পড়ুন- আরও হামলা হবে, ফোনে হুমকি দিয়েছিল মতিন
জিহাদি গোয়েন্দা সংস্থা ‘সাইট’ অবশ্য ওই ‘খতম তালিকা’র সত্যাসত্য নিয়ে সংশয় প্রকাশ করেছে।
জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কর্তাদের বক্তব্য, ‘এমন কোনো ‘খতম তালিকা’র কথা আমরা জানি না। তবে অরল্যান্ডোর ঘটনার পর আইএস নিজের প্রচারের জন্যেও এমন চাল চালতে পারে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে।’ সম্পাদনা : ইমরুল শাহেদ