মামুন খান : ইঞ্জিনিয়ার শফিউল্লাহ শফি হত্যা মামলায় মাহমুদুল হাসান শুভ নামে এক আসামির ১০ বছর কারাদ-ের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ে নিহত শফির প্রেমিকা রোকেয়া সুলতানা মিশুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইব্যুনাল তাকে খালাস প্রদান করেছেন।
ট্র্ইাব্যুনাল কারাদ- ছাড়াও শুভকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১ বছরের কারাভোগ করতে হবে।
এদিকে, রায় নিয়ে হতাশা প্রকাশ করে মামলার বাদী নিহতের বড় বোন আছমা আক্তার বলেন, ‘এটা একটা প্রহসনের রায় ছাড়া কিছুই নয়। স্বীকারোক্তি রয়েছে এমন আসামির হত্যা মামলার রায় ১০ বছর সাজা হতে পারে না। আর হত্যার মেইন কালপিট রোকেয়া সুলতানা মিশুকে খালাস দিয়েছেন বিচারক। আমরা শুনেছি উনি (বিচারক) তদবির শোনেন, তাই তদবিরেই এমন রায় দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’
রায় সম্পর্কে ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান জানান, আমরা তো মনে করি সাক্ষ্য প্রমাণে হত্যার অভিযোগ প্রমাণ করেছি। তাই রায়ে আসামির মৃত্যুদ- হওয়া উচিত ছিল। কি কারণে দ-বিধির ৩০৪ ধারা পার্ট-১ এ ১০ বছর কারাদ- হলো তা বিস্তারিত রায় প্রকাশ পেলে জানতে পারবো। মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সম্পাদনা: পরাগ মাঝি