আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোবার্গে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অপর এক বাংলাদেশি। মঙ্গলবার রাতে এ হত্যাকা- ঘটে। সময়টিভি
স্বজনরা জানান, পরিবারের সচ্ছলতা আনতে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান নোয়াখালীর সোনাইমুড়ির সনগাঁও’ এর বেলাল হোসেন। সেখানে জোবার্গ শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। গত বছর দক্ষিণ আফ্রিকা প্রবাসী অপর বাংলাদেশি রুবেল ব্যবসা করার জন্য তার কাছ থেকে সে দেশীয় মুদ্রায় ৪২ হাজার রিংগিত নেয়। কিন্তু গত কয়েকদিন ধরে তার কাছে টাকা ফেরত চাইলে হত্যার হুমকি দেয় সে। এরই জেরে মঙ্গলবার রাতে বেলাল হোসেনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় রুবেল। গুরুতর আহতাবস্থায় বেলালকে উদ্ধার করে স্থানীয়রা একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত রুবেলের বাড়ি নোয়াখালীর একই উপজেলার বারাইনগর গ্রামে। নিহত বেলাল হোসেনের বাড়িতে এখন শুধুই আহাজারি। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। সম্পাদনা : ইমরুল শাহেদ