মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র ‘সম্রাট’ সেন্সর ছাড়পত্র পেয়েছে গত বৃহস্পতিবার। এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ছবিতে বিশেষ আকর্ষণ হিসেবে ভারতের ইন্দ্রনীল অভিনয় করেছেন এই ছবিতে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন কাবিলা, শিমুল খান, সুব্রত, ডি জে সোহেল। ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ছবিটির টিজার ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এবং এটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। ছবিটির প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। এই প্রতিষ্ঠান ইতিপূর্বে ‘কিস্তিমাত’ নির্মাণ করে।