অভি মঈনুদ্দীন : আসছে ঈদের জন্য এবার বিচিত্রতা নিয়েই তৈরি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদ’র সার্বিক তত্ত্বাবধানে এবারের ‘আনন্দমেলা’ নির্মিত হয়েছে। ‘আনন্দমেলা’য় বিচিত্রতা আনার জন্যই দুই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক নায়িকা ফেরদৌস ও জয়াকে উপস্থাপনায় রাখা হয়েছে। এবারই প্রথম ফেরদৌস ও জয়া উপস্থাপনা করেছেন একসঙ্গে। গত বছর আনন্দমেলায় তারা দু’জন তিনটি গানে পারফর্ম্যান্স করেছিলেন। কিন্তু এবার বিটিভির মহাপরিচালকের পরিকল্পনা অনুযায়ী ফেরদৌস ও জয়া উপস্থাপনা করেছেন ‘আনন্দ মেলা’র। গত ২৩ জুন বিটিভির ‘ড্রামা স্টুডিও’তে ফেরদৌস ও জয়া একসঙ্গে উপস্থাপনায় অংশ নেন। উপস্থাপনায় ভিন্নতা আনার জন্যে জয়ার কাছে হ্যালিকপ্টারে চড়ে ছুটে আসেন ফেরদৌস। নানানরকম খুনসুটি আর বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপনের মধ্যদিয়ে ফেরদৌস ও জয়া ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেন। ‘আনন্দমেলা’র উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস বলেন,‘ এর আগে আমি ও জয়া চলচ্চিত্রে অভিনয় করেছি। আনন্দমেলাতে গতবছর আমরা একসঙ্গে নেচেছিলাম।
এবার বিটিভির মহাপরিচালক হারুন ভাইয়ের বিশেষ পরিকল্পনায় আমি ও জয়া উপস্থাপনায় অংশ নিলাম। বেশ গুছিয়েই আমরা উপস্থাপনার কাজটি শেষ করেছি। সত্যিই এবারই প্রথম একটু অন্যরকম উপস্থাপনা করলাম সচরাচর ধারার বাইরে। ’ জয়া জলেন,‘ আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে উপস্থাপনা ছিলোনা।
মনে হয়েছে আমি নিজে একটি ভিন্নধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। ভালো হয়েছে সবারসঙ্গে দেখা হয়ে। অনেক শিশুদের সঙ্গে কাজ ছিলো, সেটা খুব উপভোগ করেছি আমি। বিশেষ কৃতজ্ঞতা হারুণ ভাইয়ের প্রতি। আশাকরি এবারের আনন্দমেলা দর্শকের অনেক বেশি ভালোলাগবে।’ ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস ও মোঃ সারওয়ার। আসছে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। ‘আনন্দমেলা’য় বিভিন্ন পর্যায়ে পারফর্ম্যান্সে অংশগ্রহণ করেছেন রোজিনা, ফারুক, জাদুশিল্পী শাহীন শাহ চাঁদনী, সোহেল রহমান, মুনমুন, লিখন, মুহিন, লিজা, সাব্বির, ঝিলিক, তমা মির্জাসহ আরো অনেকে। উল্লেখ্য ফেরদৌস ও জয়া প্রথম একসঙ্গে অভিনয় করেন নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে। এরপর তারা দু’জন আবারা একসঙ্গে অভিনয় করেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্রে।
ছবি ঃ মোহসীন আহমেদ কাওছার