স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। গত বৃহস্পতিবার আংশিক ঘোষিত তার এই দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক লিওলেন মেসি। অবশ্য এটি আগে থেকেই অনুমিত ছিল। তারপর এমন একদিনে মেসি এই খবর পেলেন, যেদিন তার জন্মদিন।
২৯ বছর বয়সী বার্সেলোনা তারকা মেসিকে ছাড়াই আর্জেন্টিনা অলিম্পিক দলের ৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। এদের মধ্যে শুধু তিনজনই ইউরোপিয়ান লিগে খেলেন, রিয়াল সোসিয়েদাদের গোলকিপার জেরোনিমো রুইয়ি, অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরেয়া ও এম্পোলি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বাকি ছয়জন আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকান বিভিন্ন লিগের খেলোয়াড়- জিওভানি লো সেলসো (রোজারিও সেন্ট্রাল), এমানুয়েল মাম্মানা (রিভার প্লেট), জোনাথন সিলভা (বোকা জুনিয়র্স), হোসে লুইস গোমেজ (লানুস), মরিসিও মার্টিনেজ (ইউনিয়ন) ও ক্রিশ্চিয়ান এসপিনোজা (হুরাকান)। জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, ২২ জনের পূর্ণাঙ্গ দলও শিগগিরই ঘোষণা করা হবে। তবে সেটি কোপা আমেরিকার ফাইনালের পর। আগামী সোমবার বাংলাদেশ সময় সকালে ২৩ বছরের শিরোপাখরা ঘোচাতে মেসিরা খেলবে চিলির বিপক্ষে। মেসির পূর্ণ মনোযোগ নিশ্চিতভাবেই এখন এই ফাইনালকে ঘিরে। কোচ মার্টিনোও এটাই চেয়েছিলেন। আরও কয়েক মাস আগেই আর্জেন্টিনা কোচ ঠিক করে রেখেছিলেন, দলের সেরা তারকা শুধু কোপাতেই খেলবেন, রিও অলিম্পিকে নয়।
ক্যারিয়ারে এর আগে একবারই অলিম্পিকে খেলেছেন মেসি, ২০০৮ বেইজিং অলিম্পিকে। সেটিই অবশ্য বয়সভিত্তিক ও সিনিয়র দল মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির গুটিকয়েক শিরোপার একটি। মেসির জাদুতেই সেবার অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা।
এবার কোপাতেও নিশ্চয়ই সেই সাফল্যের চূড়ায় দেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন মেসি। জন্মদিনের উপহার হিসেবেও হয়তো সেটিই হবে তার সবচেয়ে পছন্দের। আর্জেন্টিনা অলিম্পিকে ২০০৪ ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়। এবারও রিও অলিম্পিকে তারা অন্যতম ফেভারিট। ‘ডি’ গ্রুপে তারা পর্তুগাল, আলজেরিয়া ও হন্ডুরাসের বিপক্ষে খেলবে।