চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের শেষ ষোল নিশ্চিত করেছে জার্মানি ও ফ্রান্স। ২৫ জুন (শনিবার) শুরু হবে কোয়ার্টার পর্বের খেলাগুলো। যদিও জার্মানির প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার সেøাভাকিয়ার বিপক্ষে। তার আগেই দলটির মাঝমাঠের তারকা ফুটবলার মেসুত ওয়াজিল ঘোষণা দিয়েছেন দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর। যদিও এ ধরনের উদ্যোগ তার এটাই প্রথম না। এর আগে ২০১৪ বিশ্বকাপে জার্মানিকে বিশ্বকাপ এনে দেয়ার পর বোনাস পাওয়া ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের পুরোটাই তিনি খরচ করেছিলেন ব্রাজিলের ২৩ শিশুর চিকিৎসার জন্য। ওজিল আবারও সেই একই কাজ করেছেন ইউরো মিশন শেষ করার আগেই। সম্প্রতি আফ্রিকার কিছু শিশুর চিকিৎসার জন্য সহায়তা দিয়েছেন ২৭ বছর বয়সী ওজিল। তার সাথে অবশ্য এবার যোগ দিয়েছেন ফ্রান্স তারকা পল পগবা।
সামাজিক যোগাযোগ মাধ্যাম টুইটারে নিজের অফিসিয়াল পেইজে এ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ওজিল। এক পোস্টে তিনি লিখেছেন, ‘মেডিকেল টিম সফলভাবে ২২ জন শিশুর অপারেশন করেছে। তাদেরকে সহায়তা করতে পেরে আমি গর্ববোধ করছি।
এদিকে পগলা তার অফিসিয়াল পেইজে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন তার অংশ নেয়ার কথা। ভিডিওটিতে দেখা যায় দরিদ্র আফ্রিকান শিশুদের সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন ওজিল ও পগবা। এ সময় ওজিলকে সেখানে বলতে শোনা যায়, ‘এর অংশ হতে পেরে আমি খুশি। ইউরো চলাকালীন আমি অভাবি শিশুদের সার্জারির সব খরচ পরিশোধ করবো। এটাই আমার ইলেভেন। এটাই আমার প্রিয় টিম।’ উল্লেখ্য, এ সহায়তার অংশ হিসেবে ওয়াজিল মোট ১১ জন আফ্রিকান শিশুর চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন।
আর জুভেন্টাসের ফ্রেঞ্চ তারকা পগবাও ১১ জন শিশুর পাশে দাঁড়িয়েছেন। ‘বিগ শ্যু ইলেভেন’ নামক এ দাতব্য উদ্যোগে দু’জন মিলে মোট ২২ জন শিশুর চিকিৎসাভার বহন করেছেন।