এম রবিউল্লাহ : পরমাণু সরবরাহকারী সংস্থায় (এনএসজি) অন্তর্ভুক্তি নিয়ে ভারতেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের সিনিয়র মুখপাত্র আনন্দ শর্মা শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মোদি সরকারের বিরুদ্ধে এই সমালোচনা করেন। সূত্র : দ্য স্টেটসম্যান
আনন্দ শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কূটনৈতিক সম্পর্কে আরও তৎপর হতে হবে। কূটনীতি নিয়ে জনগণের সঙ্গে কোনো তামাশা করা আদৌ যথাযথ নয়।
তিনি বলেন, দেশের মানুষের সঙ্গে তামাশা করে অযথায় ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে মোদি সরকার। কূটনৈতিকভাবে আরও শক্ত ও পোক্ত হতে হবে মোদি সরকারকে। বিশ্ব দেখেছে নরেন্দ্র মোদি ভারতকে অপ্রয়োজনীয় অস্বস্তিতে ফেলেছে। মোদি সরকারের লবিং করার বিষয়টি ‘ অপ্রয়োজনীয়’।
শর্মা বলেন, মোদির এই লবিং করার প্রয়োজন ছিল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্য পদের জন্য। এনএসসজি দেশের সদস্য অন্তর্ভুক্তির জন্য এই ধরনের লবিং অপ্রয়োজনীয়। চীনের নেতৃত্বাধীন ৪৮টি সদস্য রাষ্ট্রের এই সংস্থায় ভারতকে অন্তর্ভুক্তির বিষয়টি ঝুলে থেকেই প্ল্যানারি বৈঠক শেষ হলো।
এনএসজি বৈঠকের মূল অধিবেশনকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাসখন্দে চীনের প্রেসিডেন্ট শি ঝিং পিংকে ভারতের সদস্য করার জন্য বেইজিংয়ের সমর্থন কামনা করেন। তবে চীন ভারতের সমর্থন না করে বিরোধিতা করেছে। সম্পাদনা : সুমন ইসলাম