এম রবিউল্লাহ : কে হচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরনের উত্তরসূরি তা নিয়ে চলছে জল্পনা। তিন মাস পরই প্রধানমন্ত্রী নির্বাচন করবে যুক্তরাজ্যবাসী। ব্রেক্সিটে যার বেশি অবদান তাকেই নির্বাচিত করবেন যুক্তরাজ্যের বাসিন্দারা এমনটাই আশা করা হচ্ছে। এর মধ্যে গণমাধ্যমে বিভিন্ন এমপির নাম শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ব্রেক্সিটের শীর্ষ ক্যাম্পেইনার বরিস জনসনের নাম। বরিস জনসন লন্ডনের সাবেক মেয়র। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান ও ইন্ডেপিডেন্ট
টাইম ম্যাগাজিন ও ইন্ডেপিডেন্টের মতো বিশ্ব বিখ্যাত গণমাধ্যমে বরিস জনসনের নাম প্রকাশ করেছে। বলা হয়েছে, বরিস জনসন প্রধানমন্ত্রী ক্যামেরনের সম্ভাব্য উত্তরসূরি হতে যাচ্ছেন। তার পরিচয় অতীতের পরিচয় দিয়ে এই দুইটি গণমাধ্যম ক্যামেরনের উত্তরসূরি হিসেবে মনে করছে।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসন অন্যদের মধ্যে সবচেয়ে ‘ফেভারিট’। তার পরে গণমাধ্যমে কনজারভেটিভ পার্টির ইটোনিয়ান ও অক্সোনিয়াম ১০ নং ডাইনিং স্ট্রিটে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।
৫২ বছর বয়সী বরিস জনসন দুইবার হাউস অব কমন্সের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১-২০০৮ সাল পর্যন্ত হেনলি আসন থেকে প্রথম মেয়াদে ও ২০১৫ সাল থেকে দ্বিতীয় মেয়াদে অক্সব্রিজ ও সাউথ রৌইসলিপের পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করছেন।
এছাড়া গণমাধ্যমে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, এমপি মিশেল গভ, অর্থমন্ত্রী জর্জ অসবর্নে, স্কটিশ কনজারভেটিভ রুথ ডেবিডসন। ইউরো স্কেপটিক ইউকে ইন্ডেপেডেন্ট পার্টির নেতা এমপি নিগেল ফারেজের নামও শোনা যাচ্ছে। সম্পাদনা : সুমন ইসলাম