রফিক আহমেদ : জাতীয় প্রেসক্লাবের ইফতার মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘদিন পর জাতীয় প্রেসক্লাব চত্বরে গতকাল শুক্রবার নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রেসক্লাব আঙ্গিনায় নির্মিত প্যান্ডেল ও পশ্চিম দিকের মিলনায়তনে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রেসক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিসহ দেড় সহস্রাধিক সদস্যের জন্য ইফতারের আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান, মনজুরুল আহসান বুলবুল, কার্তিক চ্যাটার্জি, আশরাফ আলী ও হাসান আরেফিনসহ প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতারা বিকালে ইফতার অনুষ্ঠানস্থলে প্রবেশপথে দাঁড়িয়ে আগত সদস্য ও অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, সাবেক মহাসচিব আবদুল জলিল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ কুদ্দুস আফ্রাদ, ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ও শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কবি আসাদ চৌধুরী ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরাসহ সিনিয়র জুনিয়র বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
ইফতারের কিছুক্ষণ আগে প্রেসক্লাব সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। ইফতারের মেনুতে ছিল খেজুর, জিলাপী ও পিয়াজু, পোলাও, মুরগি ও গরুর মাংস, ম্যাংগো জুস, পানি ও ফিরনী। সম্পাদনা : সুমন ইসলাম