ডেস্ক রিপোর্ট : ভারতের প্রথম স্টেম সেলের সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হল কলকাতায়। শহরের স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে শুক্রবার থেকে চালু হয় এই সংরক্ষণ কেন্দ্র। দুরারোগ্য এবং মরণব্যাধি নিরাময়ের কাজে লাগে এই স্টেম সেল। রাজ্য সরকারের উদ্যোগে এবার কলকাতায় এই স্টেম সেল সংরক্ষণের ব্যবস্থা হওয়ায় বাংলা অঞ্চলের পাশাপাশি ভারতে সারাদেশের চিকিৎসা পরিসেবার সুবিধা বৃদ্ধি হবে। শুক্রবার এই খবর জানান তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব অত্রি ভট্টাচার্য, জানা যায় ক্যালকাটা নিউজের এক সংবাদ প্রতিবেদন থেকে।