নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে রেনেটা ওষুধ কোম্পানির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।