নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে বিএসটিআইয়ের অনুমোদনহীন খাদ্যপণ্য ও প্রসাধনী তৈরি ও বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাব-১০ এর এএসপি মো. গোলাম আম্বিয়া মাহমুদের নেতৃত্বে একটি দল ও বিএসটিআইয়ের কর্মকতারা উপস্থিত ছিলেন।
এছাড়া গতকাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে দারুস সালাম, মিরপুর, কলাবাগান ও মতিঝিলের ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা করে।