ওমর ফারুক সীমান্ত : মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেফতার করার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের দুদর্শা আরও বেড়েছে। ২০১৬ সালের মে মাসেই হিন্দু সংখ্যালঘুদের উপর প্রায় ৮২টি হামলা হয় এবং এতে প্রায় পাঁচশ ১০ জন আক্রান্ত হন। মেনদি সাফাদির মতে, উগ্র ইসলামপন্থিরা নিজের ধর্ম বাদে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকারকে সম্মান করে না এবং তারা সংখ্যালঘুদের নির্মূল করার জন্য শুধু সিরিয়া বা ইরাকেই না বাংলাদেশেও কাজ করছে। জেরুজালেম অনলাইনে প্রকাশিত এক সংবাদ বিশ্লেষণে গত শনিবার একথা বলা হয়।
বিশ্লেষণে আরও বলা হয়, মেনদি সাফাদিকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অতি সম্প্রতি ভারতের নয়া দিল্লিতে সংবর্ধনা দিয়েছে এবং হাসিনা সরকারের মদতপুষ্ট উগ্র ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে তার কর্মকা-কে সাধুবাদ জানিয়েছে।