লিহান লিমা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে ভারত ৯৯ ভাগ প্রবেশাধিকার পাবে বলে ওবামা প্রশাসন জানিয়েছে। ওবামা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা রোববার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানান। টাইমস অব ইন্ডিয়া
সিনিয়র ওই কর্মকর্তা জানান, ভারতই একমাত্র দেশ যার সঙ্গে যুক্তরাষ্ট্র ‘প্রধান প্রতিরক্ষা অংশীদার’ হিসেবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে মার্কিন প্রযুক্তিতে লাইসেন্স মুক্ত প্রবেশাধিকারের পথ ভারতের জন্য উন্মুক্ত হয়ে গেল। চলতি মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই চুক্তিতে সই করেছিলেন।
মার্কিন ওই সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা কিছু আলাদা জিনিস খুঁজছি। এর মাধ্যমে কোনো অস্ত্র স্থানান্তর আইন বা বিদ্যমান নীতির পরিবর্তন করা হচ্ছে না। এটি একটি নতুন পরিকল্পনা, নতুন ভাষা। আমরা আলাদা কিছু বাস্তবায়নের উদ্দেশ্যে ভারতের সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছি। দ্বৈত ব্যবহার্য প্রযুক্তিতে ভারত প্রবেশাধিকার পেলেও সব ধরনের মার্কিন প্রযুক্তিতে ভারত প্রবেশ করতে পারবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী এটি কিছু প্রযুক্তি বিশ্বের কারো সাথেই ভাগ করবে না। সম্পাদনা : রাশিদ রিয়াজ