আন্তর্জাতিক ডেস্ক : আম আদমি পার্টির (আপ) বিধায়কদের আটকের ঘটনায় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াসহ আটক করা হলো আম আদমি পার্টির (আপ) প্রায় ৬০ জন বিধায়ককে। বাংলাদেশ প্রতিদিন
নারীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে শনিবার দিল্লি পুলিশের হাতে আটক হন সঙ্গম বিহারের আম আদমি পার্টির (আপ) বিধায়ক দীনেশ মোহানিয়া। ওই ঘটনার পরই প্রতিবাদ জানাতে রবিবার সকালেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেন সিসোদিয়া। সেই মতো রোববার সকালে ৭ রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করেন সিসোদিয়াসহ অন্য বিধায়করা। কিন্তু তার আগেই সিসোদিয়াসহ অন্যান্য বিধায়ককে আটক করে পার্লামেন্ট থানায় নিয়ে যাওয়া হয়।
ডেপুটি পুলিশ কমিশনার যতীন নারওয়াল জানান, ‘সিসোদিয়াসহ আপ-এর সব বিধায়কদের আটক করা হয়েছে এবং তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে’। গ-গোলের আশঙ্কায় এদিন রেসকোর্স মেট্রো স্টেশনে ঢোকা ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বাসার সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা।
প্রসঙ্গত, নারীদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে গতকালই দিল্লি পুলিশের হাতে আটক হন আপ বিধায়ক দীনেশ মোহানিয়া। ওইদিন দুপুরে দক্ষিণ দিল্লির খানপুরে নিজের অফিসে এক সংবাদ সম্মেলন চলাকালীনই দিল্লি পুলিশ আপের ওই বিধায়ককে আটক করে। এরপর তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন খারিজ করে সোমবার পর্যন্ত রিমান্ডে পাঠায়।
অন্যদিকে, গতকালই গাজিপুর শব্জি বাজারে সারপ্রাইজ ভিজিটে যান উপমুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে শব্জি বিক্রেতাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সিসোদিয়ার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সিসোদিয়া। এদিন সকালেই টুইট করে কেজরিওয়াল জানান, ‘মণীশের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। ৭ রেস কোর্স রোডে মণীশ প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সারেন্ডার করবে’।
টুইট করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সিসোদিয়াও। তিনি জানান, ‘প্রতিদিনই তারা (বিজেপি সরকার) আমাদের বিধায়কদের আটক করছে। আপ সরকারের সঙ্গে তাদের সমস্যা আছে কিন্তু আমাদের ভালো কাজে কেন তারা বাধা দিচ্ছে’। সম্পাদনা : প্রিয়াংকা