
ঈদেও চলবে জঙ্গিবাদ, গুপ্তহত্যাবিরোধী প্রচারণা আ.লীগ নেতারা যে যেখানে ঈদ করবেন
ইয়াছিন রানা : ঈদুল ফিতরের অপেক্ষায় এখন প্রহর গণনা শুরু হয়ে গেছে। ঈদকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা প্রিয়জনদের সাথে ঈদ করতে অনেকেই যাবেন নিজ নির্বাচনী এলাকায়। তবে সাম্প্রতিক সন্ত্রাস এবং জঙ্গিবাদের মোকাবিলায় আসন্ন ঈদেও ব্যস্ত সময় কাটাবেন আওয়ামী লীগ নেতারা। দলের নেতাদের ব্যক্তিগত সহকারী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
দলীয়ভাবে বিশেষ কোনো নির্দেশনা না থাকলেও আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা নিজ নিজ এলাকার জনগণের সাথে ঈদ উদ্যাপন করার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যার ব্যাপারে সচেতন করে এসবের প্রতিরোধে ঐক্যবদ্ধ করবেন বলে জানিয়েছেন দলের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস।
ঈদের দিন অনেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা ঢাকায় থাকলেও নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদ্যাপন করবেন বেশির ভাগ নেতা। যারা ঢাকায় ঈদ করবেন তাদেরও বেশির ভাগ ঈদের দিন বিকেলে অথবা পরের দিন সকালে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাবেন। ঈদের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় থাকবেন এবং সকালে গণভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এ সময় বেশির ভাগ মন্ত্রী ও নেতা প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকবেন। ঈদের দিন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রতিবার ল-নে ঈদ করলেও এবার ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও মন্ত্রীদের মধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ঈদ করবেন নিজ এলাকা শেরপুর, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায় ঈদ করে পরের দিন যাবেন নিজ এলাকা সিরাজগঞ্জ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ করবেন চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায়। এ ছাড়া শেখ ফজলুল করিম সেলিম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বরাবরের মতো এবারও ঢাকায় ঈদ করবেন। অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, কাজী জাফরউল্লাহ, নূহ আলম লেনিনও ঈদ করবেন ঢাকায়। আওয়ামী লীগের প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তও ঈদ ঢাকায় করবেন।
এছাড়া মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন নির্বাচনী এলাকা ভোলায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুরে, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল নিজ এলাকা কুমিল্লায়, বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম জামালপুরে, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারীতে, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাটোরে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহীতে ঈদ করবেন।
দলীয় যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব উল আলম হানিফ ঈদ করবেন ঢাকায়। অনেক আগে থেকেই আওয়ামী লীগ এই নেতা একটি ঈদ ঢাকায় এবং অন্যটি নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় করেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী এলাকা ঢাকায় হওয়ায় তিনি এখানেই ঈদ করেন। অন্যদিকে আরেক সদস্য ডা. দীপু মনি ঈদ করবেন নির্বাচনী এলাকা চাঁদপুরে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম মাদারীপুরে, আহমদ হোসেন নেত্রকোনা, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে এবং খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে ঈদ করবেন। অপর সদস্য বি এম মোজাম্মেল ঢাকায় ঈদ করবেন।
ঈদের আগে এলাকা থেকে ঘুরে এসে ঢাকায় ঈদ করবেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নোয়াখালীতে, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সীগঞ্জে, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মাদারীপুরের কালকিনীতে ঈদ করবেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
