লিহান লিমা : ‘সংখ্যালঘু হত্যাকা-ের বিরুদ্ধে বাংলাদেশ অন্যান্য দেশের মতই সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। আমাদের এটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিরোধ হিসেবে দেখা উচিত নয়। এটি শুধুমাত্র সন্ত্রাসীদের কাজ। বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ রুখতে কাজ করছে।’
ভারতীয় গণমাধ্যম দ্য হিলতাভাদার সাথে এক সাক্ষাৎকারে দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী এই কথা বলেন। সালাউদ্দিন নোমান গত শুক্রবার বিশ্ব বাঙলা সম্মেলন বিষয়ক আন্তর্জাতিক পরিষদ আয়োজিত আন্তর্জাতিক বাঙালী সম্মেলনে দ্য হিলতাভাদাকে বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করে না যা দুটি দেশের সম্পর্কের ক্ষতি করবে। ইতোমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন, বাংলাদেশের মানুষ কখনোই সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দেয়া বা সহ্য করবে না।
তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তদন্ত চলছে এবং আমরা বাংলাদেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছি।
ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন সম্পর্কে সালাউদ্দিন নোমান বলেন, দুই দেশের জনগণ শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য এবং খাদ্যাভাসের দিক দিয়ে গভীর বন্ধনে আবদ্ধ। সাংস্কৃতিক বন্ধন ছাড়াও দুই দেশের সীমানা খুবই কাছাকাছি। এই সময় তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ এটি বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরা এখন এই চুক্তি চূড়ান্তভাবে বাস্তবায়নের পর্যায়ে আছি। দেশের গেজেটের মধ্যে অদলবদলকৃত অঞ্চলের মানুষের পরিচয় সংরক্ষণ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের অবস্থানের কথা প্রত্যাখ্যান করে সালাউদ্দিন নোমান বলেন, বাংলাদেশ থেকে ভারত সফরকারীদের ভিসার মেয়াদ শেষ বা ব্যবহার অনুপযোগীর কারণে এটি ঘটছে। তবে যদি সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটে, তাহলে দুই দেশেরই এটি দমন করতে এগিয়ে আসা উচিত।
দ্বিপাক্ষিক উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ভারতের ত্রিপুরা থেকে ১০০ মিলিয়ন বিদ্যুৎ সরবরাহ করতে ইতিবাচক ছিল। ‘পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড’ ভারতের আগরতলা থেকে সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি ডি/সি এর একটি লাইন স্থাপন করেছে। যখন ‘পাওয়ার গ্রিড কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড’ সেখান থেকে কুমিল্লায় একটি লাইন স্থাপন করেছে। বাংলাদেশ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ১০ জিপিপিএস গতি ইন্টারনেট সরবরাহ করছে। এই উদ্যোগে উভয় দেশের চাহিদা পূরণ করা হবে। সম্পাদনা : রাশিদ রিয়াজ