জাফর আহমদ : সরকারি অফিসের মতো আগামী ৪ জুলাই দেশের সরকারি ও বাণিজ্যিক সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে। এছাড়া ২ ও ৩ জুলাই পোশাক শিল্প এলাকার ব্যাংক খোলা থাকবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে।
৪ জুনের ছুটি নিয়ে বাণ্যিজ্যিক ব্যাংকসমূহের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি এবং কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশের (এবিওবি) বিবৃতি লড়ায়ের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক।
গত শনিবার এবিবির চেয়ারম্যান আনিস এ খান আমাদের অর্থনীতিকে বলেছিলেন, বাণিজ্যিক ব্যাংক সরকারি অন্য সব প্রতিষ্ঠানের মতো চলে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতো চলে। গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে ও আমাদের পরামর্শেরভিত্তিতে করে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমদানিকারক-রপ্তানিকারকদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা ৪ জুন ব্যাংক খোলার রাখার পরামর্শ দিয়েছি। আশা করি, বাংলাদেশ ব্যাংক অন্তত দেশের প্রধান প্রধান শহরে ব্যাংক ৪ জুন খোলা রাখার প্রজ্ঞাপন জারি করবে। ৪ জুন ব্যাংক বন্ধ রাখার বিপক্ষে অবস্থান ছিল ব্যাংকের এবিওবি।
এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করে। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবার ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এ প্রজ্ঞাপনের ফলে এ ছুটি ব্যাংকের কর্মচারী-কর্মকর্তারাও ভোগ করবেন। তবে ২ ও ৩ জুন শিল্পাঞ্চলে বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা থাকবে। সম্পাদনা : পরাগ মাঝি