মামুন খান : বর্ষবরণে যৌন হয়রানি মামলার পুন:তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ আগস্ট ধার্য করেছেন আদালত। পুন:তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল গতকাল রোববার। কিন্তু ওইদিন পুলিশের নতুন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ঠিক করেছেন। এনিয়ে ৫ম দফায় প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছে পিবিআই।
উল্লেখ্য,গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম