আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে সেনাবাহিনীর পোশাক বিক্রিকালে ৪ বাংলাদেশিসহ একটি চক্রকে আটক করেছে কুয়েত গোয়েন্দা সংস্থা। রোববার কুয়েত টাইমস অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন-এর খবরে বলা হয়েছে, জেলিব আল শুয়িউখ এলাকায় তারা ওই পোশাক বিক্রি করছিল। এ সময় সেখানে গোয়েন্দাদের টহল দল উপস্থিত এ ঘটনা দেখতে পায়। পরে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সেনাবাহিনীর ৭৯৯টি ইউনিফর্ম, ন্যাশনাল গার্ডের ১৩৩টি ইউনিফর্ম ও পুলিশের ৩৩৬টি ইউনিফর্ম। এগুলো জব্দ করে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। সম্পাদনা : প্রিয়াংকা