রফিক আহমেদ : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, ঈদের পর ইসলামবিনাশী শিক্ষা আইন বাতিলের দাবিতে মাঠে নামবে হেফাজত। গতকাল রোববার রাজধানীর লালবাগের সমন্বয় কার্যালয়ে হেফাজতে ইসলামের ইফতার মাহফিলের বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষানীতি ও শিক্ষা আইনের ইসলামবিরোধী ধারা, উপ-ধারা বাতিলের দাবি জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, বাংলাদেশের বুকে মহান আল্লাহ তায়ালার পবিত্র বিধানের বিরুদ্ধে বিষোদগার করছে নাস্তিক-মুরতাদ নামের একটি কুচক্রী মহল। আমাদেরকে ঈমানি বলে বলীয়ান হয়ে ন্যায়, ইনসাফ কায়েমে সত্যের হুঙ্কার দিতে হবে নির্ভীককণ্ঠে। সব ভয়, হুমকি-ধামকি মাড়িয়ে বীরদর্পে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, বেঈমান-নাস্তিক-মুরতাদ অপশক্তি মোমের মতো গলে পড়ে যাবে। আমাদেরকে অস্ত্রের জোরে নয়, ঈমানি শক্তি নিয়ে লড়াই করতে হবে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, রাজনৈতিক