আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় বিরূপ প্রভাব ফেলবে বলে আশংকা এখন চীনসহ এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশগুলোর। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর কয়েক বছরের মধ্যে তা বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন চীনের অর্থমন্ত্রী লু জিবাই। তিনি বলেন, ব্রেক্সিটের ফলাফল এখনই খুব একটা পরিষ্কার নয়, তবে বছরখানেকের মধ্যেই সেটি স্পষ্ট বোঝা যাবে। চ্যানেলআই
আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বিপর্যয়ও দেখা দিতে পারে বলে মন্তব্য করেন চীনের অর্থমন্ত্রী। তিনি গত শুক্রবার বিশ্বের মুদ্রাবাজারে এর প্রভাব উল্লেখ করেন এবং মন্দাভাব দ্রুত কাটিয়ে উঠার আশা করেন।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য হুয়াং ইয়াইপিং বলেন, ব্রেক্সিট বিশ্বায়ন প্রক্রিয়াকে ওলট-পালট করে দিতে পারে, যা চীনের জন্যও খুবই খারাপ হবে।
ব্রিটেনে সরাসরি বিদেশি বিনিয়োগে গত বছর চীনের অবদান ছিল ৩শ’ ৩ কোটি ডলারের। গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটেন সফরে যান। এ সময় দুদেশের মধ্যে ৪ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি সই হয়।
ব্রেক্সিট-এর ফলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা নিয়ে সাউথ কোরিয়ার একজন কর্মকর্তাও আশঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে জাপানের ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় টোকিও প্রস্তুত। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি লন্ডন সফরে যাচ্ছেন।
অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর বিরোধী লেবার পার্টিতেও যখন চলছে ভাঙ্গন, তখন লেবার নেতা জেরেমি করবিন বলছেন, তিনি নেতৃত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিতে তৈরি। নতুন নেতৃত্বের প্রয়োজনে আবারও নির্বাচন হলে সেখানে তিনি লড়বেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ছায়া মন্ত্রিসভা পুনর্গঠিত করবেন বলে জানিয়েছেন করবিন। এরই মধ্যে তার ১১জন ছায়ামন্ত্রী পদত্যাগ করেছেন। সম্পাদনা : ইমরুল শাহেদ