বিশ্বজিৎ দত্ত : সেপ্টেম্বরে বিদায় নেবেন রঘুরাম রাজন। তার উত্তরসূরি বাছাই নিয়ে জল্পনাকল্পনা চলছে। ৪ জনের নাম নিয়ে চিন্তাভাবনা চলছে। এরা হলেনÑ রিজার্ভ ব্যাংকের ২ প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহন এবং সুবীর গোকর্ণ, বর্তমান ডেপুটি গভর্নর উরিজিৎ প্যাটেল এবং স্টেট ব্যাংকের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য। সব থেকে এগিয়ে নাকি রাকেশ মোহন। দু’দফায় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকার সুবাদে, এর আঁটঘাঁট তার ভালোই জানা। এছাড়া অর্থ মন্ত্রকের সচিব এবং আর্থিক উপদেষ্টাও ছিলেন বিভিন্ন সময়ে। ফলে সরকারের সঙ্গে সমঝে চলাও তার অজানা নয়। ২০১২ থেকে টানা ৩ বছর আইএমএফের একজিকিউটিভ ডিরেক্টর পদ তার গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে আইএমএফের ওই দায়িত্বে নিয়োজিত হয়েছেন গোকর্ণ। উরিজিৎ প্যাটেল রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি এবং আনুষাঙ্গিক বিষয় দেখছেন। অন্য একসূত্রের খবর, রাজনের জায়গায় কোনো সরকারি কর্তাকে না বসিয়ে নামী কোনো অর্থনীতিবিদকেই আনার কথা ভাবা হচ্ছে। রঘুরাম রাজন বিশ্ববিদিত অর্থনীতিবিদ। তার বিদায়ের সঙ্গে জড়িয়ে গেছে রাজনৈতিক বিতর্ক। ভারতের ভাবমূর্তির ক্ষতিই হয়েছে এতে। তা সামাল দিতে চায় মোদি সরকার। শোনা যাচ্ছে তাই আরও দুয়েকজনের নাম। এরা হলেনÑ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু, প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ী এবং তার বর্তমান উত্তরসূরি অরবিন্দ সুব্রহ্মণ্যম। স্ব্রুহ্মণ্যমের আশা অবশ্য খুবই কম। কৌশিক বসু ছিলেন ইউপিএ আমলের প্রধান আর্থিক উপদেষ্টা। কর্নওয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কৌশিক বসু বর্তমানে ছুটি নিয়ে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব সামলাচ্ছেন। অশোক লাহিড়ী আছেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যানের পদে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে শলা করে জুলাইয়ে রিজার্ভ ব্যাংকের পরবর্তী গভর্নরের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ব্যাংকের আর্থিক নীতি নির্ধারণ কমিটিতে ব্যাংকের বাইরের ৩ সদস্যকে নিয়োগ করার কমিটিতে রাজনকে রাখতে চায় অর্থমন্ত্রক। ৬ সদস্যের নতুন কমিটিতে ৩ জনকে নিয়োগ করবে সরকার। বাকি ৩ জনকে করবে রিজার্ভ ব্যাংক।