মনিটরিং ডেস্ক : প্রথমে সাইকেল, এরপর জুতা বিতরণের পর এবার প্রাইমারি স্কুলগুলোয় দোলনা এবং সিøপার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মূলত ছাত্র-ছাত্রীরা যেন স্কুলে খেলাধুলা করতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা টিভি
বিধান সভায় গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রাইমারি স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় জানান, প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রদের আকর্ষণ করার উদ্দেশে যেসব স্কুলের নিজস্ব জমি রয়েছে তাদের বিনামূল্যে দোলনা দেওয়া হবে এবং সিøপার লাগানো হবে। এ ছাড়াও বেশ কিছু খেলার সামগ্রী দেওয়া হবে। সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী