• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

৪ তারিখ ব্যাংকের ‘সংশ্লিষ্ট’ শাখা খোলা রাখার আবারও নির্দেশ

প্রকাশের সময় : June 28, 2016, 12:23 am

আপডেট সময় : June 28, 2016 at 12:23 am

জাফর আহমদ : সরকারি ঘোষণা অনুযায়ী ৪ তারিখে ব্যাংক বন্ধ থাকবে- এ ঘোষণার একদিন পর আবারও ব্যাংক খোলা রাখার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করার পরই এ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, ৪ জুলাই তফসিলি ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। ব্যাংকগুলো নিজ উদ্যোগে তা চালু রাখতে হবে। সংশ্লিষ্ট শাখা হিসেবে শিল্পাঞ্চল ও বৈদেশিক মুদ্রা শাখাসহ প্রয়োজনীয় শাখাগুলোকে বোঝানো হয়েছে।

গত রোববার এক প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংককে ৪ জুলাই বন্ধ রাখতে নির্দেশনা জারি করে। এ অবস্থায় বৈদেশিক বাণিজ্য ও শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য ৪ জুলাই ব্যাংক খোলা রাখার পরামর্শ দেয় বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি আনিস এ খান। এবিবির বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দেয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশের (এবিওবি) কর্মকর্তারা। পরের দিন ২৭ জুন পুনরায় ‘সংশ্লিষ্ট’ ব্যাংকসমূহ খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এসব শাখাকে ব্যাংকের নিজস্ব নিরাপত্তায় খোলা রাখতে হবে। সম্পাদনা : পরাগ মাঝি

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)