মমিনুল ইসলাম : পরমাণু অস্ত্র সরবরাহকারী দেশগুলোর সংগঠন এনএসজিতে সদস্যপদ গ্রহণ না করায় একমাত্র চীনকে দায়ী করে আসছে ভারত। গত সপ্তাহে সিউলের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের সদস্যপদের জন্য আসেনি কোনো সিদ্ধান্ত। এরই মধ্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, চলতি বছরের শেষ নাগাদ এনএসজির আরেকটি বৈঠকে সদস্যপদ পেতে পারে ভারত। তবে চীন বলছে, নতুন করে নেওয়া কোনো পদক্ষেপের কথা শোনেইনি তারা। এনডিটিভি।
ভারতের দোষারোপের প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, অনেক দেশই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (নন এনটিপি) সই না করা দেশগুলোর সদস্যপদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, গত সপ্তাহে সিউলের বৈঠকে অনেক দেশ নন এনপিটিপি দেশগুলোর সদস্যপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা মনে করি ‘নন এনপিটিপি’ দেশগুলোর সদস্যপদের জন্য একটি ঐকমত্য গড়ে তুলতে আলোচনা ও পরামর্শ প্রয়োজন।
এর আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাফেল গ্রোসি এ বছর এনএসজিতে ভারতের সদস্যপদ লাভের সম্ভাবনার কথা বলেন। এনএসজিতে ভারতের সদস্যপদের জন্য নিযুক্ত এ পরামর্শক বলেন, চলতি বছরের শেষ নাগাদ আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং ভারতে এতে সদস্যপদ লাভ করতে পারে।
এ বিষয়ে ইঙ্গিত দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, আমরা এনএসজির নতুন কোনো পদক্ষেপ নেওয়ার কথা শুনি নাই। সম্পাদনা : রাশিদ রিয়াজ