লিহান লিমা : পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধ করে কখনই কাশ্মীর জয় করতে পারবে না। এই ইস্যুতে অগ্রগতির জন্য ভারতের সাথে পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করা দরকার।’ সোমবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডন
তিনি আরও জানান, কাশ্মীর জয় করতে দ্বিপক্ষীয় আলোচনা প্রয়োজন। আর স্বাভাবিক সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাস থাকলেই আলোচনা সম্ভব। একটি প্রতিকূল পরিবেশে কখনই দুদেশের মধ্যে সমস্যার সমাধান করা যাবে না।
তিনি দাবি করেন, কোয়ালিশন সরকার হওয়া সত্ত্বেও পিপিপি ভিসা জটিলতা কমানো এবং বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়েছিল।
পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে সামরিক প্রভাবসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিকদের কাজ হচ্ছে দুটি দেশের মধ্যে বিদ্যমান কোনো সমস্যার নিরসনে উদ্যোগ নেওয়া। কিছু মানুষ বিশ্বাস করে পাকিস্তানে সামরিক সরকার এবং ভারতে বিজেপি সরকার থাকলেই কাশ্মীর ইস্যু সমাধান করা যেতে পারে।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভারতমুখিতা সম্পর্কে হিনা রাব্বানী বলেন, ভারতের বাজার, অর্থনীতির দিকে মার্কিন অভিমুখিতার কারণ হলো চীনের ক্ষমতাকে ধারণ করা। ভারত পারমাণবিক বা সামরিক শক্তির অধিকারী বলে কি ইউএস ভারতের দিকে ঝুঁকছে ? না, মূল কারণ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য এবং জনগণের শক্তি। যদি আমরা প্রতিযোগিতা করতে চাই আমাদের এভাবেই প্রতিযোগিতা করতে হবে।
এছাড়া, পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রনীতির সমালোচনা করে হিনা বলেন, পররাষ্ট্র অফিস এখন রাজনৈতিক অফিসে পরিণত হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া আর তার স্বাস্থ্যের খোঁজখবর রাখতেই ব্যস্ত। ৬০ বছর ধরে আমাদের শিশুদের শেখানো হচ্ছে আমরা এমন একটি জাতি যাদের কেউ ঘৃণা করে এবং তারা আমাদের অত্যন্ত কাছাকাছি। ভারতের সাথে বৈরিতা এবং আফগানিস্তানের সাথে প্রতিকূল সম্পর্ক এখনও বিরাজমান। পররাষ্ট্রনীতিতে জনগণকে সেবা করা শিখতে হবে এবং ক্ষমতার লোভ ছাড়তে হবে। সম্পাদনা : রাশিদ রিয়াজ