সজল সরকার : নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে ভারত এ বছরের শেষ নাগাদ সদস্য পদ লাভ করবে বলে মন্তব্য করেন মার্কিন কর্তৃপক্ষ। এ মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার সিউলে দুদফা বৈঠকের পরও এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ার কূটনৈতিক বিষয় ঠিক রাখতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে এবং নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপে ভারতের সদস্য হওয়ার ব্যাপারে অন্যান্য সদস্য দেশগুলোকেও সমর্থন দেওয়ার আহ্বান জানায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ভারতপ্রীতিতে চিন্তিত চীন। ভারতকে এনএসজির সদস্য করলে পাকিস্তানকেও করতে হবেÑ এমন দাবি জানিয়ে ভারতের সদস্যপদের বিরোধিতা করে চীন।
মার্কিন প্রশাসন এক বিবৃতিতে জানায়, সিউলে কোনো সিদ্ধান্ত না হলেও এ বছরের শেষ নাগাদ ভারত এনএসজির পূর্ণ সদস্য হবে বলে তারা আশা করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া