যশোর প্রতিনিধি : খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান বলেছেন, ‘আমরা জানি, কীভাবে দেশ শাসন করতে হয়। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙে সমূলে উৎপাটন করা হবে।’
তিনি বলেন, ‘কতিপয় জ্ঞানপাপী বাঁশ ও বাঁশি নিয়ে অপব্যাখা করছে। তিতুমীরের আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও এ অঞ্চলের চরমপন্থি প্রতিরোধে জনতা বাঁশের লাঠি হাতে তুলে নিয়েছিল। অতীতে বাঁশের লাঠি সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।’
সোমবার দুপুরে যশোর টাউন হল ময়দানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডিআইজি আরও বলেন, যারা বাংলাদেশের প্রেসক্রিপশন দিতে আসে, তাদের দেশে একজন মানুষ পঞ্চাশ জনকে হত্যা করলেও প্রতিরোধ করতে পারে না। তারা এদেশে শান্তি কায়েম করতে আসে! তাদের উদ্দেশ্য শান্তি কায়েম নয়, তারা পাকিস্তানের মতো চার প্রকার শাসন ব্যবস্থা আমদানি করতে চায়।’
জেলা পুলিশ ও জনপ্রতিনিধিদের ব্যানারে আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, র্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার খন্দকার রকিবুল ইসলাম, মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ।
আলোচনা শেষে সমাবেশ অংশগ্রহণকারীদের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন প্রধান অতিথি। সম্পাদনা : প্রিয়াংকা