উম্মুল ওয়ারা সুইটি : বাংলাদেশে বিদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজ নিবন্ধন প্রথা চালু সংক্রান্ত ওপেন রেজিস্ট্রি সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বলা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের সুবিধামতো সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই সম্পর্কে জানান। তিনি বলেন, ১৯৮৯ সালের ২৯ অক্টোবর সিদ্ধান্ত হয়েছিল বিদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজ বাংলাদেশে এলে এগুলোর ওপেন রেজিস্ট্রেশনকৃত হতে হবে। দেখা গেছে, কখনও কখনও এসব জাহাজের লোকজন ক্রাইমের মধ্যে জড়িত হয়ে যায়, গ্রেফতার করতে হয়। এ জাতীয় সমস্যার কারণে সরকার স্ট্যাটাসটা পরিবর্তন করতে চাচ্ছে। এজন্য আগের সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
সচিব জানান, সমুদ্রগামী জাহাজ নিবন্ধনে বিশ্বে তিন ধরনের পদ্ধতি- ক্লোজ রেজিস্ট্রি, ওপেন রেজিস্ট্রি ও মিক্সড রেজিস্ট্রি। এ তিনটির মধ্যে বর্তমানে বিশ্বে প্রথম এবং তৃতীয়টির প্রচলন বেশি। ওপেন রেজিস্ট্রি পদ্ধতি বিশ্বের ৪/৫টা দেশ অনুসরণ করে। তিনি জানান, মন্ত্রিসভায় এ ব্যাপারে বলা হয়, বাংলাদেশের সুবিধার দিকে তাকিয়ে যেখানে ক্লোজড দরকার সেখানে ক্লোজড, যেখানে মিক্সড দরকার সেখানে মিক্সড সিদ্ধান্ত নেওয়া হবে।