রফিকুল ইসলাম : স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক এম. আর খান অসুস্থ হয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গতকাল দুপুরে সেন্ট্রাল হাসপাতালে যান। তিনি এম. আর খানের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট এম. আর খানের চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় অধ্যাপক এম আর খান ডেপুটি স্পিকারকে একান্ত কিছু কথা জানান। ডেপুটি স্পিকারের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের নিকট দোয়া প্রার্থনা করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতাসহ তার পরিবারের সকলের জন্য হাসপাতালের শয্যায় শায়িত অবস্থায় দোয়া করেছেন। এম. আর খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক। ডেপুটি স্পিকার এম আর খানের আশু আরোগ্য কামনা করেন। সম্পাদনা : প্রিয়াংকা