ডেস্ক রিপোর্ট : যেকোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। গতকাল সোমবার রাজধানীতে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একটি শক্তি এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছে। যারা আগুন সন্ত্রাসের নায়ক কৌশলে তারাই এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীল করতে চাইছে।
তিনি আরও বলেন, আগুন সন্ত্রাসীদের সরকার যেভাবে দমন করেছে ঠিক সেভাবেই এই অশুভ শক্তিকেও দমন করা হবে। যেকোনো মূল্যে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে।
দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে চিঠি দিয়ে হত্যার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, সব সময় এখানে নিরাপত্তা নিশ্চিত ছিল। কিন্তু হুমকির পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চিঠির বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা : পরাগ মাঝি