• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

পাকিস্তানের ব্যাপারে সতর্ক থাকতে হবে : মোদি

প্রকাশের সময় : June 28, 2016, 1:24 am

আপডেট সময় : June 28, 2016 at 1:24 am

 

লিহান লিমা : পাকিস্তানের ব্যাপারে সব সময় সতর্ক এবং  সচেতন থাকতে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, পাকিস্তানের সাথে আলোচনা করতে হলে কার সাথে করব? নির্বাচিত সরকার নাকি অন্য শক্তিগুলোর সাথে? টাইমস অব ইন্ডিয়া

গতকাল সোমবার একটি সংবাদ চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন,  গোটা বিশ্ব সীমান্তের সন্ত্রাসী কার্যক্রমে ভারতের অবস্থানে আস্থা জানিয়েছে। এটি কাজে লাগিয়ে ভারতের প্রচারণা চালিয়ে যেতে হবে।

পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে গেলে একটি ‘লক্ষ্মণরেখা’ ঠিক করতে হবে। কারণ আলোচনা কার সাথে হবে? নির্বাচিত সরকার নাকি অন্য শক্তি? সুতরাং ভারতকে সর্বদা সতর্ক, সাবধান, সচেতন থাকতে হবে। কোনো শিথিলতা, উদাসীনতা চলবে না। কারণ ২০১৪ সালে পাকিস্তান বলেছিল আলোচনা হুরিয়ত নয় দুটি দেশের মধ্যে হবে, দ্বিতীয়ত ২৬/১১ তারিখের পাঠানকোট হামলা।

নরেন্দ্র মোদি বলেন, আগে বিশ্ব সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের বক্তব্য গ্রহণ করত না। কখনও কখনও সন্ত্রাসবাদকে  আইনশৃঙ্খলার অবনতি মনে করত। লাহোর সফর বা পাক প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ করাসহ নানা পদক্ষেপ গ্রহণের ফলে সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের অবস্থান বিশ্বের কাছে স্পষ্ট। সন্ত্রাসবাদে বিশ্ব, মানবতা এবং ভারত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বিশ্বের কাছে পরিষ্কার। সারা বিশ্ব ভারতের প্রশংসা করছে। ভারতকে এই ব্যাপারে জোরালো ভূমিকা পালন করতে হবে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)