জাফর আহমদ : অবশেষে ২, ৩ ও ৪ জুলাই সকালে দেশের সব শিল্প, বাণিজ্যিক ও বড় বড় বিপণীবিতান এলাকায় ব্যাংক খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এসব শাখার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা স্ব-স্ব ব্যাংককেই করতে হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি মুখপাত্র মোকাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া এবং বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালনার জন্য এসব শাখা খোলা থাকবে। পাশাপাশি প্রধান প্রধান বিপনি বিতান ও বাণিজ্য কেন্দ্রের ব্যাংক শাখা খোলা থাকবে। যেখানে নিত্যপণ্যের বড় মার্কেট রয়েছে সেসব এলাকাতেও ব্যাংক খোলা থাকবে। গত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদের ব্যাংক খোলা রাখার অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
এর আগে তিন দফায় অংশিকভাবে ছুটির বিষয়টি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। প্রথম দফায় ২ ও ৩ জুলাই শিল্প ও বাণিজ্যিক এলাকা খোলা রাখার কথা ঘোষণা করা হয়। এরপর সরকারি ছুটি অনুযায়ী ৪ জুলাই ছুটির কথা জানানো হয়। এরপর এফবিসিসিআই এর অনুরোধে ৪ জুলাই খোলা রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গতকাল ২৮ জুন মঙ্গলবার সকালে ২, ৩ ও ৪ জুলাই তিন দিন ছুটি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে জানানো হবে বলেও জানানো হয়।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক নির্বাহী আদেশে ১ থেকে ৯ জুলাই সরকারি ছুটি সকালে ঘোষণা করা হয়। এতে বলা হয়, ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। সম্পাদনা : পরাগ মাঝি