দীপক চৌধুরী : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার এম এ কাইয়ুম কোথায়? কেউ বলছেন তিনি এখন মালয়েশিয়া ও লন্ডনে যাতায়াত করেন। শিগগিরই ইন্টারপোলের রেড নোটিসে কাইয়ুমের নাম ঝুলবে বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।
নাশকতা ও দুর্নীতির দুই ডজনের বেশি মামলার আসামি এই নেতা বিএনপি ক্ষমতায় থাকাকালে রাতারাতি আলোচনায় উঠে আসেন। জানা গেছে, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ই মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানিয়েছিলেন কাইয়ুম। ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকা-ে কাইয়ুমের নাম আসার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা সর্বত্র। ২০০৬-এর শেষ দিকে দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার ঠিক আগেই কাইয়ুম পাড়ি জমান মালয়েশিয়ায়।
সিজার তাবেলা (৫১) হত্যামামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়।
সূত্রমতে, মালয়েশিয়া সেকেন্ড হোম হওয়ার কারণে প্রবাস জীবনের বেশিরভাগ সময় কাইয়ুম সেখানেই অবস্থান করছেন। তবে প্রকৃতপক্ষেই তার বর্তমানে অবস্থান কোথায় এ নিয়ে রীতিমতো গোলকধাঁধায় গোয়েন্দারাও। জানা গেছে, তাবেলা হত্যা মামলার আসামি থেকে নাম কাটাতে কাইয়ুম লন্ডনে থেকে বিএনপির এক সিনিয়র নেতাকে দিয়ে তদবির করিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এ কাজে ব্যর্থ হয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির পাঁচ জন নেতা।
জানা গেছে, কাইউম মালয়েশিয়ায় বিনিয়োগ করেছেন অঢেল টাকা। আবাসন ব্যবসা ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে রয়েছে তার বিপুল অর্থ।
সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী