আনিসুর রহমান তপন : সরকারি কর্মকর্তারা জুন মাসের বেতন পাবেন ঈদের ছুটির পর। আগামী জুলাই মাসে। তবে চলতি মাসের ২৬ তারিখ থেকে অনেকেই ঈদ বোনাস পেতে শুরু করেছেন। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি সকল কর্মচারীদের বেতন ও বোনাস দেওয়া শুরু হয়েছে গত ২৬ জুন থেকে। আগামী ৩০ জুনের মধ্যে প্রত্যেকেই বেতন ও বোনাস উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে, সরকারি কর্মকর্তারা ঈদের আগে শুধু বোনাস উত্তোলন করতে পারবেন। আগামী ১ জুলাই থেকে তাদের বেতন পাওয়ার কথা থাকলেও এসময় ঈদের লম্বা ছুটি থাকায় টাকা হাতে পাবেন ছুটির পর।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত জেলা সমাজ কল্যাণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মচারীরা ২৭ তারিখেই চেক পেয়ে গেছেন। আগামী ৩০ তারিখের মধ্যে সব কর্মচারী বেতন ও বোনাস এবং কর্মকর্তারা শুধু বোনাস উত্তোলন করতে পারবেন। সম্পাদনা : পরাগ মাঝি