ইমরুল শাহেদ : পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে স্থায়ীভাবে ভারত যাওয়া ২ লাখেরও বেশি হিন্দুকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই কাজ সম্পন্ন হবে বলে ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই বিষয়ে ইতোমধ্যে বহুস্তরে আলোচনা শেষ হয়েছে। যেসব রাজ্যে হিন্দু উদ্বাস্তুরা ঘাঁটি গেড়েছেন সেসব রাজ্যের প্রশাসনের সঙ্গেও আলোচনা হয়েছে। সব কাজ সম্পন্ন করে নাগরিকত্ব দেওয়ার কাজ ১৫ আগস্টের মধ্যে যাতে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র ও দিল্লিতে এ উদ্বাস্তুদের নিয়ে শিবিরও সংগঠিত হয়েছে। শুধু নাগরিকত্ব নয়, এই হিন্দু শরণার্থীদের ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ডও দেওয়া হবে। এর পাশাপাশি এই মানুষেরা যাতে আগামী দিনে কর্মসংস্থানের সুবিধাও পায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘু হিন্দুদের চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হচ্ছে বলে ওয়ানইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়। কট্টরপন্থিদের হাতে বহু হিন্দু খুনও হয়েছে। সেজন্য ভয়ে বহু হিন্দু ভারতের পথে পা বাড়িয়েছেন। এদের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে স্বীকৃতি দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।