রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ৮টায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত আমেনা ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চররাঘবপুর গ্রামের আজাহারুল ইসলামের স্ত্রী। ঘটনার পরপরই আজাহারুল পলাতক রয়েছে।
জানা যায়, স্থানীয় জৈনা বাজার এলাকার আর.এ.কে. সিরামিক্সের ডে-লেবার ও স্থানীয় আতিকুর রহমানের ভাড়াটিয়া আমেনা খাতুন (৩৬) সোমবার ঈদ বোনাসসহ বেতন নিয়ে বাড়িতে যাওয়ার পর জুয়ারি স্বামী আজাহারুল টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। টাকা না দেওয়ায় স্ত্রী আমেনা খাতুনকে বেধড়ক লাঠিপেটা ও দা দিয়ে কোপাতে থাকলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমেনাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সম্পাদনা : প্রিয়াংকা