লিহান লিমা : ব্রেক্সিটের বিপক্ষে পুন:ভোটের পিটিশনে স্বাক্ষর করেছে ৪ মিলিয়ন ব্রিটিশ। ব্রিটেনের হাউস অব কমন্স পিটিশন কমিটি জানায়, ৭৭ হাজার ভুয়া স্বাক্ষর বাদ দিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট প্যানেল জানান, ইউকে পার্লামেন্টে দ্বিতীয় গণভোটের সিদ্ধান্ত গ্রহণ বিতর্ক স্থগিত করা হয়েছে। কমিটি বিতর্কের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করবে। ওয়েস্ট মিনিস্টার হল এ সময় ঠিক করবে। হাউস অব কমন্সে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। সূত্র: ব্লুমবার্গ
এতে আরও বলা হয়, ওয়েস্ট মিনিস্টার হলের আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই এবং এটি দ্বিতীয় গণভোট আরম্ভ করতে পারে না’।