আবুল বাশার নূরু : সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। এর আগেই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। নতুন নির্বাচন কমিশন গঠনের পরই কমিশনকে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের আয়োজন করতে হবে।
২০১২ সালে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কাজী রকিবউদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। ৯ ফেব্রুয়ারি ২০১২ বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনরা দায়িত্ব গ্রহণ করেছিলেন।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর নতুন সিটি কর্পোরেশন গঠন করে নির্বাচন সম্পন্ন করে। নারায়ণগঞ্জ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। আর কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয় ২০১২ সালে। ফলে নিয়ম অনুযায়ী আগামী বছরের মধ্যে তিন সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।