• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

সেমিনারে বক্তারা
অর্থনীতিতে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়বে না

প্রকাশের সময় : June 30, 2016, 12:03 am

আপডেট সময় : June 30, 2016 at 12:03 am

 

জাফর আহমদ : বিনিয়োগ বোর্ড আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে (ব্রেক্সিট)  যাওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ব্রেক্সিটের ফলে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়ার মত অন্তর্নিহিত শক্তি বাংলাদেশের অর্থনীতির আছে। তারা বলেন, ২০০৭-৮ সালে বৈশ্বিক মন্দাকে বাংলাদেশ সক্ষমতার সঙ্গে মোকাবিলা করেছে। ব্রেক্সিটের ফলে বাজার হারানোর সম্ভাবনা তৈরি হলে তা-ও মোকাবিলা করা হবে।

গতকাল বুধবার রাজধানীর দিলকুশাস্থ বিনিয়োগ বোর্ডের বোর্ড রুমে অনুষ্ঠিত ‘দ্যা স্টেট অব দ্যা বাংলাদেশ ইকোনোমিক : রিসেন্ট বাজেট এন্ড লুমিং চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে বক্তা এ কথা বলেন। বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক সচিব ওয়ালিউল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল।

প্রবন্ধে ব্রেক্সিট নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে গেলেও ব্রিটেনের অর্থনীতির কোনো ক্ষতি হবে না। কারণ ব্রিটেনের অর্থনীতির ভিত্তি শক্তিশালী। তারা এটা মানিয়ে নেবে। ব্রেক্সিটের ফলে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যেরও কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ তুলনামূলক কম দামের পোশাক রপ্তানি করে। যে কোনো অবস্থাতেই বাংলাদেশের রপ্তানি পণ্যের চাহিদা থাকবে। তারপরও বাংলাদেশের অর্থনীতিতে কোন হোঁচট লাগলে চীন থেকে যে বাজার পাওয়া যাচ্ছে, তা দিয়ে সহজেই সামাল দেওয়া সম্ভব। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সংরক্ষিত আছে ব্রেক্সিটের ফলে রিজার্ভ ব্যবস্থাপনার কোনো পরিবর্তন প্রয়োজন হবে না। সম্পাদনা : পরাগ মাঝি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)